আলীকদমের ইয়াবা সম্রাট ইলিয়াস গ্রেফতার

Published: 13 May 2015   Wednesday   

অবশেষে  পুলিশ বান্দরবানের আলীকদমের ইয়াবা ব্যবসায়ী ইলিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ দিন ধরে এ ইয়াবা সম্রাট পুলিশের চোখকে ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে আলীকদম থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ও তক্ষক ব্যবসায়ী  ইলিয়াসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ী থেকে ৫০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান মায়ানমারের চোরাচালানে চক্রের হোথা মেনপিও মুরুং ও মাংপং মুরুং দীর্ঘদিন ধরে সীমান্ত পথ পাড়ি দিয়ে আলীকদমের দুর্গম পথ পোওয়া মুহুরি এলাকা দিয়ে তক্ষক ও ইয়াবা ব্যবসা করে আসছে। এ চক্রটির সাথে উপজেলার নোয়া পাড়া গ্রামের বাসিন্দা ইউনুছের ছেলে ইলিয়াসের সাথে তক্ষক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। কিন্তু অদৃশ্য কারনে ইয়াবা ব্যবসায়ী মোঃ ইলিয়াছ ছিল ধরা ছোয়ার বাইরে। অবশেষে পুলিশের জালে আটকা পড়ে ইলিয়াস। এ ঘটনায় আলীকদম থানায় ইলিয়াসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একাধিক সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী ইলিয়াসের ভগ্নিপতি গরু ব্যবসায়ী নবী হোসেন সীমান্তে চোরাচালান চক্রের হোথা মেনপিও মরুং ও মাংপুং মুরুং হাতে ইলিয়াসের ইয়াবা ব্যবসার টাকা লেনদেনের জেরে জিম্মি করে রাখলে মুক্তিপনের টাকার জন্য স্থানীয় জনগন চাঁদা উটিয়ে তাকে মুক্ত করে। ওই সময় ২০১৩ সালের ২ ফের্রুয়ারী মিয়ানমারের ৫৬ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে ৬ লক্ষ ৬০ হাজার টাকার বিনিময়ে ইলিয়াছের ভগ্নিপতি নবী হোসেনকে সেনাবাহিনীর সহযোগীতায় উদ্ধার করা হয়। মুক্তিপন হিসেবে এক হাজার টাকার ৩৭৯ টি বাংলাদেশী নোট এবং ৫হাজার টাকার ৭৭ টি জালনোট ফেরত দেয় চোরাচালানী চক্রের সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত