বান্দরবানে জাল টাকা তৈরীর মেসিনসহ আটক১

Published: 12 May 2015   Tuesday   

বান্দরবানে আলিকদম উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার জাল টাকা তৈরীর মেসিনসহ ১জনকে আটক করেছে।


জানা যায়,মঙ্গলবার সকাল ১০টায় আলিকদম সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের মংহ্লা পাড়ায় অভিযান চালায়। এসময় একটি বাড়ি তল্লাশী চালিয়ে একটি জাল টাকা তৈরীর মেশিন এবং কিছু উপকরন উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে আপ্রুমং মার্মা(৩০) নামে একজনকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।


আলিকদম থানার এস আই বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,জাল টাকা তৈরীর সাথে আরও কারা জড়িত সেই বিষয়ে জানতে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত