বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

Published: 12 May 2015   Tuesday   

মঙ্গলবার বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার অয়োজন করা হয়।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ে পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সদস্য থোয়াইচহ্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আফসার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত  সিভিল সার্জন ডাক্তার অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাক্তার উকেউইন,ডাক্তার সিংসুইপ্রু বাসিং(এমওআইসিডিডিআরবি)।

 

আলোচনা সভায় বক্তারা বলেন আন্তর্জাতিক নার্স দিবস বাংলাদেশের নার্সদের জন্য একটি গুরুত্বপুর্ণ বিষয়। নার্সদের সেবায় হাজার হাজার রোগী দেশের বিভিন্ন স্থানে রোগ আরোগ্য লাভ করছে। নার্সদের সেবা মুলক পদটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিধায় নার্সরা এই সেবামুলক কাজের মাধ্যমে আরও বেশী করে এগিয়ে যাওয়ার জন্য নার্সদের প্রতি আহবান জানান

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত