রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে সোশ্যাল মিডিয়া আড্ডার আয়োজন

Published: 12 May 2015   Tuesday   

মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে ভিন্নধর্মী সোশ্যাল আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন। এ সময় ভিডিও কনফারেন্সের  মাধ্যমে অনুষ্ঠানে নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অতিরিক্ত সচিব মাকসুদ উল পাটোয়ারী  এবং এটু আই প্রকল্পের পরামর্শক মানিক মাহমুদ।

 

 স্ঞ্চালনায় অনুষ্ঠিত তিন ঘন্টা ব্যাপী এই আড্ডার মূখ্য বিষয় ছিল  রাঙ্গামাটির পর্যটন বিকাশ, প্রেক্ষিত ভাবনা এবং উন্নয়ন শীর্ষক আলোচনা।  সোশ্যাল আড্ডা চলাকালীন

 ভিন্নধর্মী এই আয়োজনে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবি মহলের শতাধিক  ব্যক্তি আড্ডায় যোগ দিলেও  আড্ডায় আধিক্য পেয়েছিলেন বিভিন্ন পেশাজীবি মহলের প্রতিনিধি বৃন্দ বিশেস করে সংবাদ কর্মীরা ।

 

 

 আড্ডার শুরুতে রাঙামাটি পর্যটন শিল্পের উন্নয়নে এক গুচ্ছ প্রস্তাবনা উপস্থাপন করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন । তিনি তাঁর প্রস্তাবনায়  পর্যটন শহর রাঙ্গামাটিকে আরো আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে রাঙামাটি সার্কিট হাউজের উন্নয়ন, কক্ষ সম্প্রসারন, বেসরকারী উদ্যোগে মান সম্মত হোটেল স্থাপন, উন্নত পরিবহন ববস্থা চালু, রাঙ্গামাটি জেলা এবং উপজেলা সমূহে বিদ্যুৎ সরবরাহ ব্যববস্থার উন্নয়ন, মোবাইল নেট ওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন সহ কাপ্তাই লেককে দূষন মুক্ত রাখার বিষয়ে উল্লেখ করেন। এছাড়া আড্ডায় অংশ নেন  জেলা স্কাউটস-এর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাংবাদিক আনোয়ার হোসেন, মোঃ সোলায়মান, অন লাইন এডিটর জাবেদ নূর, রোভার স্কাউট সম্পাদক  নূুরুল আবছার, পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোকময় চাকমা, আইটি উদ্যোক্তা বিশাখা চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার রুমানা রহমান শম্পা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমূল হাসান, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ। তিন ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন  পেশাজীবি শ্রেনীর ব্যক্তিবর্গ অংশ নেন।

 

মুক্ত আলোচনায় বক্তারা  রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশে বাস্তব সম্মত ও দৃষ্টি  নন্দন প্রকল্প গ্রহনের উপর গুরত্বারোপ করেন। পাশাপাশি রাঙামাটিতে  বিদ্যুৎ এবং টেলি যোগাযোগ ব্যবস্থার বর্তমান অব্যবস্থাপনায় চরম ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন রাঙামাটিতে টিএন্ডটির ব্রড ব্যান্ড লাইন এ মাধ্যমে ইন্টানেট চালু হলেও মাসের অধিকাংশ সময় গ্রাহকরা ইন্টারনেট  সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু মাস শেষে বিল পরিশোধ করতে হচ্ছে। কাপ্তাই এ জলতাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দেশের অন্যান্য স্থানকে আলেকিত করলেও রাঙামাটির চাহিদা মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। উপজেলা পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও করুন অবস্থা।  বক্তারা  রাঙামাটিতে অপটিক্যাল ফাইভার স্থাপন এবং নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

 

এছাড়া বক্তারা রাঙামাটির পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুর উন্নয়ন, সুভলং ঝর্ণাকে বিশেষ ব্যবস্থায় বছরের পুরো সময় চালু রাখা, রাঙামাটির বিভিন্ন স্থানে ক্যাবল কার স্থাপন, রাঙামাটি হতে বরকলের থেগামুখ পর্যন্ত কাপ্তাই হ্রদের দুই ধারে পর্যটন কেন্দ্র স্থাপন  এর সুপারিশ করেন। পাশাপাশি এখানকার ক্ষুদ্র নৃ জনােষ্ঠী এবং বাঙ্গালী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

 

সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলা রাঙামাটির চাইতে পর্যটনের ক্ষেত্রে অনেক অগ্রসর হওয়ার বিষয়টিকে আলোচনায় এনে একজন আলোচনক বলেন   স্থাণীয় কিছু  সংগঠনের  চাঁদাবাজীর এবং হুমকির কারনে রাঙ্গামাটিতে বেসরকারী পর্যায়ে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না। এর ফলে রাঙামাটির পর্যটন শিল্প বান্দরবানের চাইতে অনেক পিছিয়ে পেেছ। রাঙামাটিতে পর্যটন শিল্পের উন্নয়নে সরকারী বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সমন্বিত উদ্যোগ গ্রহনের ও আহবান জানানো হয়। এবং পর্যটন শিল্পের   অবকাঠামোগত উন্নয়নে  এখানকার প্রকৃতিকে বিবেচনায় রাখার আহাবান জানান। রাঙামাটিতে আগত পর্যটকদের যাতায়াত সুবিধার্থে উন্নত মানের বাস সার্ভিস চালু সহ এই রুটে বর্তমানে চলাচলরত লক্কর ঝক্কর মার্কা বাস গুলো প্রত্যাহার এবং বিআরটিসি বাস সার্ভিসকে উন্নত করনের দাবী জানান বক্তারা।

 

অনুষ্ঠানের সঞ্চালক ও জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন জানান রাঙামাটি জেলা রবাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য ৫ একর জায়গার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্য্যে জেলা প্রশাসনের ২ একর জায়গা বন্দেবস্তি করা হয়েছে। পুরো জায়গা পাওয়া গেলে এখানে  একটি পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব হবে। তিনি রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত কল্পে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ  চালু করনের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত