পানছড়িতে সড়ক দূর্ঘটনায় এক গৃহবধূ নিহত

Published: 10 May 2015   Sunday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ সন্তানের জননী এক গৃহবধু নিহত হয়েছে। তার নাম দেবী চাকমা। সে পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের তাপিতা পাড়া গ্রামের চাথোই মারমার স্ত্রী। রোববার সকাল ৯টার দিকে উপজেলার পূজগাং-করল্যাছড়ি সড়কে উদয় শংকর পাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি হাট বাজারের মতো রোববার (পানছড়ি বাজার হাট বাজার) পূজগাং-করল্যাছড়ি সড়কে বেশ কয়েকটি চান্দের গাড়ী(জীপ) পানছড়ি বাজারে যাত্রী আনা নেয়া করছিল। পূজগাং-করল্যাছড়ি সড়কে পানছড়ি বাজারগামী মালামাল ও যাত্রী ভর্তি একটি জীপ উদয় শংকর পাড়া নামক স্থানে পাহাড়ী ছড়া(নদী) পার হবার সময় নরম মাটিতে দেবে গাড়িটি কাত হয়ে যায়। এতে দেবী চাকমা গাড়ীর নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পানছড়ি থানার সাব ইন্সপেক্টর আরিফুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত