কাপ্তাইয়ে ৬ দিন ব্যাপী রেশম চাষের প্রশিক্ষণ কোর্স

Published: 09 May 2015   Saturday   

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রে ৬দিন ব্যাপী তুঁতচাষ ও পলুপালন বিষয়ক স্বল্প মেয়াদি রেশম চাষের প্রশিক্ষণ কোর্স শুক্রবার থেকে শুরু হয়েছে।

 

বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্দ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার ড. মোহাম্মদ সাইদুর রহমান ও মোহাম্মদ মনছুর আলী প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের কাগজে কলমে ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় চন্দ্রঘোনা আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক কামনা শীষ দাশও প্রশিক্ষণকালীন উপস্থিত ছিলেন। কাউখালী উপজেলার বেতবুনিয়া, রাঙামাটি সদর মরিচ্যাবিল, লামা উপজেলা ও কাপ্তাই উপজেলা থেকে মোট ২০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেন।
প্রসঙ্গত গত ৩ মে থেকে ৮ মে পর্যন্ত ৬দিন ব্যাপী এ ধরণের আরও একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত