বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিপিডিএফ কর্মীসহ আহত ২

Published: 09 May 2015   Saturday   

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ কর্মীসহ দুইজন আহত হয়েছেন । শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বান্দরবান শহরের বালাঘাটায় কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বান্দরবান জেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর কর্মী ও বালাঘাটার পুকচান তঞ্চঙ্গ্যার ছেলে বিক্রম তঞ্চঙ্গ্যা(৩৪) ও একই এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন বাবুল এর ছেলে মোঃ নাছির (২৯) গুলিবিদ্ধ হয়েছেন।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বালাঘাটা বাজারের কালিমন্দির এলাকায় বিক্রম তঞ্চঙ্গ্যা ও মোঃ নাছিরকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে।


এদিকে ইউপিডিএফের বান্দরবান ইউনিটের আহবায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা জানান, জেএসএসের লোকজন তাদের সহকর্মী বিক্রম তঞ্চঙ্গ্যাসহ দুইজনকে ডান পায়ে গুলি করেছে বলে অভিযোগ করেছেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) বান্দরবান জেলার শাখার সভাপতি উছোমং মারমা বলেন, আগামী ২০ মে বান্দরবানে জো শাখা সম্মেলন হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা যোগ দেয়ার কর্মসূচি বানচালের জন্য বিশেষ মহলের ঈশারায় ইউপিডিএফকে দিয়ে এইঘটনা ঘটানো হয়েছে।


বান্দরবান থানার ওসি(তদন্ত) মোঃ আমির হোসেন জানান, স্থানীয় ইউপিডিএফ এক কর্মীসহ এক বাঙালি যুবককে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত