বান্দরবানে সাপের কাপমড়ে এক নারীর মৃত্যু

Published: 06 May 2015   Wednesday   

বান্দরবান শহরের বালাঘাটার অংক্ষ্যংঝিরি এলাকায় মঙ্গলবার রাতে বিষাক্ত সাপের কামড়ে  মারা গেছেন একজন গৃহবধু। তার নাম জয়পুদি তংচংগ্য। তিনি জলধর তংচংগ্যার স্ত্রী। 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজাতীয় নারী জংপুদি তংচংগ্যা মগলবার রাতে খাবার পানির জন্য রান্না ঘরে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে কমাড় দিলে  কয়েক মিনিটের মধ্যেই  মারা যান। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত