লংগদুতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

Published: 05 May 2015   Tuesday   

রাঙামাটির লংগদু উপজেলার মধ্যম ঘনমোড় এলাকায় বন্য হাতি আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম জয় প্রকাশ চাকমা(৩৮)। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানায়, সোমবার রাতে উপজেলার ভাসন্যা আদাম ইউনিয়য়নের মধ্যম ঘনমোড় এলাকার বাসিন্দা কৃষক জয় প্রকাশ চাকমা বাড়ী থেকে আধা কিলোমিটার দুরত্বে অবস্থিত নিজের জমির পাকা ধানের ক্ষেতে পাহারা দিতে যান। এসময় বন্য হাতির দলটি পাকা ধান ক্ষেত বিনষ্ট করার সময় তিনি হাতি আক্রমনের শিকার হন। এতে বন্য হাতির আক্রমণে জয় প্রকাশ মারাত্নক আহত হন। স্থানীয় লোকজন খবর পেয়ে জয় প্রকাশকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।


লংগদু থানার উপপরিদর্শক জাকির বন্য হাতির আক্রমনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে সত্যতা স্বীকার করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত