রাঙামাটির তপোবন আশ্রম পরিদর্শন করলেন ফিরোজ বেগম চিনু এমপি

Published: 08 Nov 2014   Saturday   

রাঙামাটি তপোবন আশ্রম পরিদর্শন করলেন তিন পার্বত্য জেলা দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।শনিবার বিকাল ৪ টায় রাঙামাটি শহরের ভেদভেদী রাঙ্গপানিস্থ তপোবন আশ্রমে ফিরোজা বেগম চিনু পৌছালে কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলাননদ পুরী মহারাজ ও রাঙামাটি তপোবন আশ্রম কমিটির নেতৃবৃন্দ এমপি চিনুকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি আশ্রম ঘুরে দেখেন এবং আগত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।আশ্রম পরিদর্শনকালে ফিরোজা বেগম চিনু বলেন,ধর্ম যার যার রাষ্ট্র সবার। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক মধ্যে সম্প্রীতির বন্ধন আটুট রাখার ক্ষেত্রে বদ্ধ পরিকর। তিনি বলেন,পাহাড়ের সকল মানুষ যাতে নিজ নিজ ধর্ম পালনে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি না হয় তাতে সকলকে দৃষ্টি রাখতে হবে।তিনি তপোবন আশ্রমের উন্নয়নের জন্য তিনি ১০ লক্ষ টাকার প্রকল্প বরাদ্ধ দেয়া হয়েছে এবং পরবর্তীতে আশ্রমের উন্নয়নের জন্য আরো অর্থ বরাদ্ধ দেয়া হবে বলে জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত