খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমার দায়ের করা মামলায় সোমবার জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মামলা রুজুর দীর্ঘ তিন মাস পর সোমবার দুপুরে জেলা ছাত্রদল সম্পাদক ইব্রাহিম খলিল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।
উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা বাদী হয়ে জিআর মামলা রুজু করেন । পাশাপাশি একই দিনে পুলিশ বাদী হয়ে ০৭/১৫ মামলা রুজু করে । এ দু’টি মামলায় জেলা ছাত্রদল সম্পাদক ইব্রাহিম খলিল এজাহারভুক্ত আসামী
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.