সাংসদ ফিরোজা বেগম চিনুর সাথে স্থানীয় এনজিও প্রধানদের মতবিনিময় সভা

Published: 04 May 2015   Monday   

সোমবার রাঙামাটিতে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার(এনজিও)  কর্মকর্তাদের সাথে তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  ফিরোজা বেগম চিনু-এর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি পার্বত্যজেলা পরিষদ মিলানায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, সিআইপিডি  ও মালেইয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত মতবিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ  ফিরোজা বেগম চিনু। সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিআইপিডি’র নির্বাহী পরিচালক জনলাল চাকমা।  সাস’র নির্বাহী পরিচালক ললিত সি. চাকমার সঞ্চালনায়  ইস্যু ভিক্তিক আলোচনা করেন টংগ্যা’র নির্বাহী পরিচালক  বিপ্লব চাকমা, হিমাওয়ান্তি’র নির্বাহী পরিচালক টুকু তালুকাদার, আশিকা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,সুপ্র জেলা কমিটির সভাপতি মো: ওমর ফারুক, গ্রীন হিলের কর্মকর্তা লাল সোয়ক লিয়ানা প্রতিনিধি পাংখোয়া, সাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উইভ’র নির্বাহী পরিচালক নাইউ প্রু মারমা মেরী।

 

ইস্যু ভিক্তিক আলোচনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের মধ্যকার সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা, সমাজ উন্নয়নে বেসরকারি সংগঠনসমূহের ভূমিকা, কর্মকৌশল এবং বর্তমান প্রবণতা, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে সামাজিক ব্যবসা, শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা বিস্তারে করণীয়, সরকারি-বেসরকারি উগ্যোগে সামাজিক উন্নয়নের অগ্রাধিকার পাওয়ার সম্ভাব্য সেক্টর সমূহ ও ভিশন ২০২১, এবং স্থানীয় বেসরকারি সংগঠনগুলোর সমস্যা ও উত্তোরনের বিষয়গুলো উঠে আসে।

 

পরে মুক্ত আলোচনায় এনজিও প্রধানরা সাংসদ ফিরোজা বেগমের কাছে এনজিওএর সীমাবদ্ধা, প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং সমাধানের জন্য পরামর্শ চেয়ে বলেন, ভূয়া এনজিও’র নেতিবাচক কর্মকান্ডের কারণে নেতিবাচক দৃষ্টিভঙ্গি স্থানীয় এনজিওগুলোর উপর পড়ছে। ফলে স্থানীয় অনেক এনজিও’র ভাবমুর্তি নষ্ট হচ্ছে। এটা কোনমতেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে ওই অখ্যাত নামধারী এনজিওগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সাংসদকে  অনুরোধ জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফিরোজা বেগম, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের পুর্বশর্ত হলো শান্তি উল্লেখ করে বলেন, এনজিওগুলো কাজ করতে গিয়ে সীমাবদ্ধত নেই তা না। তবে সেই সীমাবদ্ধতার ভেতরেই থেকে কাজ করতে হবে। যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই একমত যে সবাই শান্তি চাই। তিনি বলেন, “সম্প্রীতির বন্ধন বলে যে একটা জায়গা  রয়েছে সে জায়গাটা থেকে আমরা কোথায় যেন সরে যাচ্ছি কেন ? কি কারণে?

 

 তিনি আরও বলেন, সময় এসেছে আমাদের সংকীর্ণ মনমানসিকতা থেকে উর্দ্ধে যেতে হবে। আমাদেরকে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে এবং সে ভূমিকাটা রাখার ক্ষেত্রে এনজিওদের ভূমিকা রাখতে হবে”।

 

তিনি এনজিও নেতাকর্মীদের সম্পর্কের উন্নয়নের জন্য আহবান এবং এনজিওদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনরকম বাধা আসলে সর্বাত্নক সহযোহিতার আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত