রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া থানার জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
শনিবার (১০ জানুয়ারি) পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জসীম উদ্দিন চৌধুরী, পিপিএম,বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা প্রমূখ উপস্থিত ছিলেন। তিনি ফারুয়া থানার পুলিশ ক্যাম্প এর জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন ছাড়াও জনপ্রতিনিধি ও ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ , গ্রাম পুলিশ ও সাধারণ জনগণের সাথে মতাবিনিময় এর মাধ্যমে এলাকার সার্বিক পরিস্থিতিসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.