মঙ্গলবার (২ রা ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে, বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের এগুয়াছুই মাঠ প্রাঙ্গণে পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র প্রতিহত করে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন সামিল হওয়ার আহবান জানিয়ে চুক্তির ২৮তম বর্ষ পূর্তি উপলক্ষে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বর্ষপূর্তি উদযাপন কমিটি বিলাইছড়ি শাখার আহ্বায়ক জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা`র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা শাখার যুব সমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিকু চাকমা ও বিলাইছড়ি উপজেলা কমিটির সভাপতি নিকেল চাকমা, ফারুয়া ইউনিয়ন হেডম্যান ও কার্বারী সমিতির সভাপতি হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, হেডম্যান সমূল্য তঞ্চঙ্গ্যা ও টনি বম । অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মনিলতা তঞ্চঙ্গ্যাসহ কালতি তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, নিরন্জয় তঞ্চঙ্গ্যা, অনচন্দ্র ত্রিপুরা, সুমন কান্তি তঞ্চঙ্গ্যা, নিলু হেডম্যান , উজ্জ্বল হেডম্যান, ভরতচন্দ্র তঞ্চঙ্গ্যা, সতেজ তঞ্চঙ্গ্যা, রিতা তঞ্চঙ্গ্যা প্রমূখ।