খাগড়াছড়ির আলুটিলা নামক স্থানে সংবাদপত্রবাহী দু’টি গাড়িতে ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে । এ সময় গাড়ি দু’টির চালকদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা ।
সংবাদপত্রবাহী গাড়ির চালক মোঃ দেলোয়ার হোসেন জানান, আলুটিলা পাহাড় থেকে নামার সময় মুখোশ পরিহিত ৭/৮জন দুর্বৃত্ত একটি ট্রাকে থামিয়ে ডাকাতি করে। এরপর গাড়ি গতিরোধ করা ডাকাতরা তার কাছে থাকা সাড়ে ৪হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শামসুদ্দিন আহম্মেদ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করতে আসেনি ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.