নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

Published: 19 Nov 2025   Wednesday   

রাঙামাটি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফী  বুধবার জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময়  করেছেন। 

এসময় নবাগত জেলা প্রশাসক বলেছেন, তার কর্মজীবনে সবচেয়ে তার বড় উপযুক্ত স্থান এটি। তিনি যতদিন রাঙামাটিতে জেলা প্রশাসক হিসেবে সরকার তাকে দাযিত্ব দেয় ততদিন তিনি জেলাবাসীর পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনসহ জেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এসময় ভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা  অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, রাঙামাটি একটি সম্ভাবনাময় জেলা। এখানে উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি  প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত