রাঙামাটির সাজেক পর্যটন অঞ্চলের দুষ্কৃতিকারীদের চাঁদাবাজির উদ্দেশ্যে ফাইবার অপটিক কেবল কেঁটে দেওয়ায় টানা এক সপ্তারেও বেশী মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পুনরায় সচল হয়েছে। সেনাবাহিনীর দ্রæত ও কার্যকর পদক্ষেপে এ সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় জনগণ, পর্যটক এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ নভেম্বর সন্ধ্যা থেকে সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় দুষ্কৃতিকারীরা ফাইবার অপটিক কেবল কেটে দেয়। ফলে হঠাৎ করে পুরো অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এ ঘটনায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া এবং বঙ্গলতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেটওয়ার্ক বিভ্রাটের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় সীমাহীন ভোগান্তি দেখা দেয়। তাছাড়া সাজেক ভ্যালির পর্যটনে পর্যটকদের বুকিং, অনলাইন পেমেন্টসহ নানা কাজে সমস্যার সৃষ্টির পাশাপাশি প্রতিদিন হাজারো পর্যটক সেখানে ভ্রমনে যান। নেটওয়ার্ক বিচ্ছিন্নতা শুধু স্থানীয় জনগণ নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভোগান্তি পড়তে হয়েছিল। অভিভাবকরা দূরে থাকা সন্তান-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে না পেরে উদ্বেগে দিন কাটাতে হয়েছে। নেটওয়ার্ক বিচ্ছিন্নতায় সাজেকে অবস্থানরত পর্যটকরাও চরম অস্বস্তিতে পড়েন। অনেকে পরিবার-পরিজনকে নিজের নিরাপত্তা সম্পর্কে জানাতে পারেননি। অনলাইন নেভিগেশন, গাইডলাইন বা হোটেল বুকিংয়েরও কাজ বাধাগ্রস্ত হয়।
এদিকে,ফাইবার অপটিক কেবল কেঁটে দেওয়ার ঘটনায় নিয়ে সেনাবাহিনীর দ্রæত ও কার্যকর পদক্ষেপে দীর্ঘ এক সপ্তাহেরও বেশী মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পর সোমবার পুনরায় সচল হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.