চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ

Published: 07 Nov 2025   Friday   

পাহাড়ে ফুটবলের সবচেয়ে বড় আসর মাস ব্যাপী রাঙামাটিতে আয়োজিত ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে এবার আসরে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি রাইংখ্যং একাদশ।
বিকাল ৩টায় শহরের রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাস ব্যাপী তৃতীয় বারের মতো আয়োজিত ফাইনাল টুর্নামেন্টের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ক্যশ মং মারমা, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যরা। মাস ব্যাপী এ টুর্নামেন্টে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে ২৪টি দল অংশ নিয়েছিল। ফাইনাল খেলায় বড়গাং কিংস বনাম বিলাইছড়ি রাইখ্যং একাদশের মধ্যকার খেলায় প্রথম ও দ্বিয়ার্থে গোল শুন্য থাকায় ট্রাবেকারে খেলা অনুষ্ঠিত হয়। এতে বিলাইছড়ি রাইংখ্যং একাদশ ৪-৩ গোলে বড়গাং কিংস-কে পরাজিত করে শিরোপা লাভ করে। খেলায় কয়েক হাজার দর্শকের কানায় কানায় পূর্ন হয় পুরো মাঠ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন সন্তু লারমা। খেলার শুরুতে মোনঘর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও ম্রো সম্প্রদায়ের যুবতীরা ফ্লুং এর সুরে নৃত্যু পরিবেশন করেন।
আয়েজিত কমিটি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১ভাষাভাষি ১৪টি আদিবাসী জাতিসত্বাদের একত্রিত করতে ও প্রতিভাবান খেলোয়াড় থেরী করতে প্রতি বছর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যাতে এ খেলার মাধ্যমে পাহাড় থেকে জাতীয় খেলোয়াড় তৈরী হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত