বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Published: 05 Nov 2025   Wednesday   

বুধবার (৫নভেম্বর) রাঙ্গামাটির  বিলাইছড়িতে নানা আয়োজনে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিলাইছড়ি উপজেলা শাখার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  করা হয়েছে। 
দিনটি উপলক্ষে সকালে শুরুতে পল্টনঘাট হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে বাজার হয়ে উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে  এসে শেষ করা হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়  উপজেলা  যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি``র) জেলা শাখার  সহ-সভাপতি ও বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি এমএ সালাম ফকির।  
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং বিশেষ বক্তা  রাঙ্গামাটি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন ও আঃ সালাম বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার,  চাথোয়াই রোয়াজা, সমূল্য হেডম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, জেলা যুবদলের সহ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল আলম,  উপজেলা বিএনপি`র মহিলাদলের সভানেত্রী মোসাঃ দিলু আরা বেগম প্রমূখ। অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন শান্তি রায় চাকমা (রায়ধন) ও মোঃ নাসির।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত