কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Published: 02 Nov 2025   Sunday   

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে চায়েরি বাজার এলাকায়  রোববার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় তার স্ত্রী ও  দুই শিশু সন্তান আহত হয়েছেন। 
পুলিশ  ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর দেড়টায় কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব মনাইপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে তার পরিবারকে নিয়ে চায়েরি বাজার করতে আসছিলেন। বাড়ী ফেয়ার পথে  চট্টগ্রাম রাঙামাটি সড়কের বেতবুনিয়ার চায়েরি বাজারের পুলিশ ফাঁড়ির সামনে এ বিপরীত দিক দিয়ে একটি কাভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাইশিথোয়াই মারমা (৩৫) গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শবর্তী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  দুর্ঘটনায় পাইশিথোয়াই এর স্ত্রী থুইপ্রু মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও ৩ বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হন। নিহত পাইশিথোয়াই বেতবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে ও বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যান চালক পুলিশ আব্দুর রহিম (৩৮) হেফাজতে রয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত