কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

Published: 02 Nov 2025   Sunday   

রাঙামাটির শহরের রিজার্ভ বাজার এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, সকালের দিকে জনি কাপ্তাই হ্রদে নৌকা নিয়ে মাছ ধরতে যান। কিন্তু  দুপুর ফেরিয়ে গেলেও বাসায়  ফিরে না আসায় তার মা তাকে খোজাখুজি করতে বের হন। এসময় বাড়ির অদূরে হ্রদে জনিকে নৌকায় দেখতে না পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। পরে এলাকার লোকজন অনেক  খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, মৃত  জনি একজন মৃগীরোগ। মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত