রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু

Published: 22 Oct 2025   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়িতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু হয়েছে। গেল সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে শাবকটি খাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে গেলে ডুবেই মারা গেলে বলে ধারনা বন বিভাগের। তবে মা হাতিসহ হাতির দল মৃত শাবকের কাছাকাছি থাকার কারণে শাবকটির মৃত দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। 

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় গেল সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে বিচরণ করতে গিয়ে হাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে। পরে তীরে উঠতে না পেরে শাবকটি মারা যায়।  খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ`সহ বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলেও  মা হাতিসহ হাতির দল অবস্থান করায় মৃত শাবকটি উদ্ধারের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন।  

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বলেন, জেলার বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় একটি খাড়া পাহাড় থেকে সম্ভবত সোমবার রাতে একটি বন্যহাতির শাবক ছেঁচড়া খেয়ে কাপ্তাই হ্রদের পানি পড়ে মারা যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি জানার পরই সেখানে যান। তবে দিনভর হাতির শাবকটি উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। কারণ হাতি শাবকটির পাশেই মা হাতিটি দিনভর দাঁড়িয়ে ছিল। হাতি শাবকটির কাছে গেলেই মা হাতিটি তাড়িয়ে আসে।

ডিএফও আরো বলেন, হাতি শাবকটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। এরপর ভেটেরিনারী সার্জন দিয়ে ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উত্তর বন বিভাগের অধীনের বরুনাছড়ি এলাকায় মোট ১৩ থেকে ১৪টি হাতি ও শাবক রয়েছে। তবে মৃত শাবকটির বয়স সম্পর্কে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত