রাঙামাটি সদর উপজেলার হেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিনয় দেওয়ানের অবসর জনিত বিদায় উপলক্ষে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বালুখালী ইউনিয়নের শিলছড়ি এলাকায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমটির সভাপতি হেডম্যান কুলেশ বিকাশ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমাসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিদ্যালয়ের গুণী ব্যক্তি প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাগ বিতরণ ও প্রাক্তন শিক্ষকসহ বিদ্যালয়ে ভূমিকা রাখা গণ্যমান্য ব্যক্তিদের গুণী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.