খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালিত

Published: 03 May 2015   Sunday   

বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে রোববার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রামের প্রবীন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস্-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক, কবি ও প্রাবন্ধিক মথুরা বিকাশ ত্রিপুরা।

 

সাংবাদিক দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতা ও গণমাধ্যম সময়ের প্রত্যাশা পূরণ করতে পারলেও এখানকার গণমাধ্যম এবং সাংবাদিকতা এখনো ঝুঁকিমুক্ত নয়। এখানকার সাংবাদিকদের জীবনমান এবং পেশাগত উন্নয়নে সরকার-প্রশাসন; সমতলের মতো আন্তরিক নয়। ফলে পাহাড়ের শান্তি-সম্প্রীতিকে এগিয়ে নিতে গণমাধ্যম ও সাংবাদিকতাকে বিকশিত করতে এখনই সংশ্লিষ্ট সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত