খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে শান্তি পরিবহন নামে একটি চেয়ার কোচ যাত্রী নিয়ে চট্টগ্রাম অভিমুখে রওনা দেয়। বাসটি মাটিরাঙার সাপমারা এলাকার পুলিশ চেকপোষ্ট এলাকার পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এর মধ্যে ২জন নিহত ও কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতেদের মধ্যে থেকে আব্দুল মন্নান সওদাগর নামের একজনের নাম জানা গেলেও অপরজনের নাম পাওয়া যায়নি।
মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়। বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মন্নান সওদাগর নাম জানাতে পারলেও অপর জনের নাম ও পরিচয় জানাতে পারেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.