বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার

Published: 01 Oct 2025   Wednesday   

সারাদেশের মত বিলাইছড়ি উপজেলার শ্রী শ্রী করুনাময়ী কালী মন্দিরে আয়োজিত শারদীয় দূর্গা পূজার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল কাজী শাহীন কবির পিএসসি। 
মঙ্গলবার  (১ অক্টোবর)  বিকালে তিনি  এই পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি পূজা উদযাপন  কমিটির সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এবং তাদের সুবিধা- অসুবিধার  খোজ নেন। পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরও   উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন ফারদিন ও তাহজিদ হোসেন, অফিসার ইমতিয়াজ হোসেন, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ  মানস বড়ুয়া , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সুনীল কান্তি দেওয়ান, পূজা উদযাপন কমিটির সভাপতি  শুভাশীষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক জয় দে প্রমূখ। এছাড়াও পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত