খাগড়াছড়ি সদর উপজেলায় সিঙিনালা নামক স্থানে ৮ম শ্রেণি পড়ুয়া এক আদিবাসী মারমা কিশোরী ধর্ষনের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে চলমান আন্দোলনে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় উদ্ভুত সহিংসতা পরিস্থিতির জন্য জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাঙামাটি জেলা কমিটি গভীর দুঃখ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে এনসিপি`র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এর অরাজনৈতিক ও শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে।
সোমবার এনসিপি রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত ও ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে সহযোগীতার মনোভাব পোষন করার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে জড়িত ধর্ষকদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়ে উক্ত সহিংসতা পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.