পাহাড়ে সহিংসতা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 19 Sep 2025   Friday   

২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতা ঘটনায় নিহত, লুটপাত অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।
কতুকছড়ি বাজার এলাকায় পাহাড়ী ছাত্র পরিষদ, হিলউইমেন্স ফেডারশন ও গনতান্ত্রিত যুব ফোরামের যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি তনুময় চাকমা।অন্যান্যর মধ্য বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সংগঠক নির্নয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তর চাকমা, হিলউইমেন্স ফেডারশনের দপ্তর সম্পাদক রিতা চাকমা প্রমুখ
এর আগে একটি বিক্ষোভ মিছিল নির্মাণপুর বৌদ্ধ বিহার এলাকা বের হয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কতুকছড়ি বাজার এলাকায় সমাবেশ করা হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫হাজার নারী পুরুষ অংশ নেয়। সমাবেশ চলার সময় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সমাবেশে বক্তারা অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন, একই দেশে দুটি আইন থাকবে কেন। সমতলের যে আইন চলছে পার্বত্য চট্টগ্রামেও একই আইন প্রয়োগ করতে হবে। ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে নারকীয় হত্যাকাণ্ডে চার জন নিহতের ঘটনা ঘটলেও রাষ্ট্র এই হত্যাকাণ্ডের বিচার করেনি। এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি। রাষ্ট্র যদি আমাদের নাগরিক ভাবতো, তাহলে হত্যাকাণ্ডের বিচার করতো। ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতো। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত