স্মৃতি ও অমিতকে সংবর্ধনা দিল ইয়থ স্পোটিং ক্লাব

Published: 02 May 2015   Saturday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোনীত হওয়ায় স্মৃতি বিকাশ ত্রিপুরা ও অমিত চাকমা রাজুকে সংবর্ধনা প্রদান করেছেন রাঙামাটির প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান ইয়থ স্পোটিং ক্লাব।

 

তবলছড়িস্থ ইয়থ স্পোটিং ক্লাবের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়থ স্পোটিং ক্লাবের সভাপতি  ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল চাকমা। বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, ক্লাবের সহ-সভাপতি দীপেন দেওয়ান  ও সাধারণ সম্পাদক মলয় চাকমা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সুপতি রঞ্জন চাকমা ।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, ১৯৭৬ সালে স্থাপিত এই ক্লাবটি ক্রীড়াঙ্গন ও সামাজিক উন্নয়নমূলক কাজে অনেক অবদান রেখেছে। এ ক্লাবটি থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। এ জেলায় ভালমানের খেলোয়াড় সৃষ্টিতে এ ক্লাবের প্রচেষ্টা এখনো অব্যাহৃত রয়েছে। এছাড়া এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে এই ক্লাবটি সব সময় সহযোগিতা করে থাকে। বক্তরা ক্লাবের এ সুনাম অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত