খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‌্যালী

Published: 06 Aug 2025   Wednesday   

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে খাগড়াছড়িতে জনসমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুরে জেলা শহরের মুক্তমঞ্চে এর আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সমাবেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক নুরু আবছার, যুগ্ন সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু প্রমুখ। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন চেঙ্গী স্কোয়ার এলাকায়। সেখান থেকে বিজয় মিছিল নিয়ে শহরের শাপলা চত্ত¦রে জনসমাবেশে যোগ দেন নেতাকর্মীর।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আ`লীগের অবৈধ সরকারের মেয়াদে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জুলুম ও চরম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে৷ সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে একাধিকবার ভাংচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছিলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কুচক্রী আ`লীগ পাহাড়ি-বাঙালির মাঝে সম্প্রীতি বিনষ্ট করতে মরিয়া হয়ে নানা প্রবাগান্ডাা ছড়িয়ে দাঙ্গা লাগাচ্ছে বলেও অভিযোগ করেন ।

বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া বলেন, আগামীতে বিএনপি কোন হাসিনার জন্ম হতে দিবে না। নতুন কোন ফ্যাসিস্ট, অত্যাচারী ও লুটপাটকারী, আদিপত্যবাদ, ক্ষমতা অপব্যবহারীদের জন্ম হতে দেবে না। রাজনীতির নামে একটি নতুন দল নানাভাবে চাঁদাবাজি করছেন। সন্ত্রাস, লুটপাটকারী ও চাঁদাবাজদের বিচার এ সরকার করবে এমনটাই দাবি করেন। নির্বাচন যেন ফেব্রæয়ারীতেই হয় সেই দাবি জানান তিনি। হাসিনা ও তার দল প্রশ্রয় না পায় সেদিকে খেয়াল রাখতে  ড. ইউনুছ এর প্রতি আহ্বান জানান। বিএনপিকে ত্যাগী ও নির্যাতিত নেতা ওয়াদুদ ভূইয়া ছাড়া সুবিধাভোগী ও ফ্রিজ নেতাদের দৌড়ঝাপ থামাতে কেন্দ্রের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত