রাঙামাটিতে বিএনপির বিজয় র‌্যালী

Published: 06 Aug 2025   Wednesday   

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ অভ্যত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাঙামাটিতে বিএনপি বিজয় র‌্যালী ও সমাবেশ করেছে।
জেলা বিএনপির উদ্যোগে শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্র্বাহী কমিটির সহধর্ম বিষযক সম্পাদক দীপেন দেওয়ান। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এর আগে বৃষ্টি উপেক্ষা করে একটি বিজয় র‌্যালী পৌর সভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। নির্বাচন যাতে পেছানো যেতে না পারে তার জন্য বিএনপির অঙ্গসংগঠনসহ সকল নেতাকর্মীদের সজাগ থাকবে হবে। আগামী যে কোন আন্দোলন বিএনপির তোকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত