কাপ্তাই বাঁধে ১৬টি জেলকপাট থেকে আড়াই ফুট পানি ছাড়া হচ্ছে

Published: 06 Aug 2025   Wednesday   

ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌছায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটে বুধবার দুপুর দেড়টার দিকে ৩০ইঞ্চি(আড়াই ফুট) করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। যা প্রতি সেকেন্ডে ৪৯হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।
জানা যায়, বাধের পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার দুপুর দেড়টার দিকে স্পিলওয়ের ১৬টি গেটের ৩০ ইঞ্চি(আড়াই ফুট) পানি ছেড়ে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এর আগে ে সামবার দিবাগত রাত ১২টার পর থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে পানি ছাড়া হয়। হ্রদের পানি আরো বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাত ১০টা থেকে বাঁধে ১৬টি গেট থেকে ১৮ ইঞ্চি বৃদ্ধি করে ৩০ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৮.৭৬ ফুট এমএসএল। বাঁধের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা রয়েছে ১০৯ ফুট এমএসএল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধিতে মঙ্গলবার রাত ১০টা থেকে ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১৮ইঞ্চি করে পানি ছাড়া হয়েছে। তবে হ্রদে পানির উচ্চতা আরো বৃদ্ধির কারণে বুধবার দুপুর দেড়টার দিকে দেড় ফুট(৩০ ইঞ্চি) পানি ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে এর পরিমান আরো বৃদ্ধি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত