খাগড়াছড়িতে এমএন লারমার প্রতিকৃতিতে পার্বত্য যানবাহন মালিক সমিতির শ্রদ্ধা

Published: 02 Aug 2025   Saturday   

খাগড়াছড়িতে পার্বত্য যানবাহন মালিক সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা শনিবার পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা এমএন লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

খাগড়াছড়ি শহরের মহাজন পাড়াস্থ এমএন লারমার প্রতিকৃতিতে নব নির্বাচিত কমিটির সভাপতি আয়ুষ চাকমা ও সাধারণ সম্পাদক জুয়েল চাকমা নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। গেল ২৫ জুলাই এ সমিতি প্রতিষ্ঠার পর এই প্রথম সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিত করেন।
নব নির্বাচিত সমিতির সভাপতি আয়ুষ চাকমা ও সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন, তিন বছরের মেয়াদের মধ্য দায়িত্বপালনকালে তারা পার্বত্য যান বাহন মালিক সমিতির সকল সদস্য, চালক, শ্রমিক ও যাত্রীদের কল্যানের জন্য কাজ করে যাবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত