রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নরেন ত্রিপুরা কারবারী পাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডএফ) আস্তায় মঙ্গলবার ভোরে অভিযানকালে সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্য গোলাগুলির বিনিময়ের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের আস্তানা থেকে একে-৪৭, ৩টি দেশীয় বন্দুক(গাদা বন্ধুক), গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
জানা যায়,গোপণ সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে ৬টা পর্ষন্ত সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ত্রিপুরা কারবারী পাড়ার নামক এলাকায় ইউপিডিএফের আস্তানায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্য শতাধিক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে গোলাগুলিতে ঠিকতে না পেরে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। পরে আস্তানায় তল্লাশী চালিয়ে একটি একে ৪৭, ৩টি দেশীয় বন্দুক,একটি এলজি (পিস্তল),একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৪২টি খালি কার্টিজ, চারটি ওয়াকিটকি সেট,ওয়াকিটকি সেটের চার্জার ক্যাবল, তিনটি গোপন ভিডিও ক্যামেরা কলম, বই, চাঁদা আদায়ে রশিদ বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বাঘাইহাট জোনে আয়োজিত প্রেস ব্রিফিং এ জোন কমান্ডার লে: কর্নেল মো: মাসুদ রানা-পিএসসি অস্ত্র উদ্ধারের পর এক প্রেস ব্রিফিং বলেন, সেনা সদস্যরা অভিযানের সময় ইউপিডিএফের মুলের দলকে একটি সুনির্দিষ্ট স্থানে চিহিৃত করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালনোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে সেখান থেকে তল্লাশী চালিয়ে অস্ত্র,গোলাবারুদ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এ অভিযান শুধু পার্বত্য চট্টগ্রাম সশস্ত্র দলের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রামের জনগণ যারা শান্তিপূর্নভাবে বসবাস করছেন তাদের প্রতি সমর্থন ও সহানুভতি রয়েছে ও তাদের যানমাল রক্ষায় বদ্ধ পরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠী নিরাপত্তা লক্ষ্য দিনরাত নিরলসভাবে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে, ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গুলি বিনিময়ের পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের সম্পূর্ণ ভূঁয়া, সাজানো,ইউপিডিএফকে মিথ্যাভাবে ফাঁসানোর একটি জঘন্য ষড়যন্ত্র বলে ইউপিডএফের মুখপাত্র অংগ্য মারমা গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে দাবী করেছেন। মঙ্গলবার ভুয়া অস্ত্র উদ্ধারের প্রতিবাদে সাজেকের উজোবাজার এলাকায় একটি মিছিল বের করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। সমাবেশে বক্তব্যে দেন, পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক অনুপম চাকমা, সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি সুখী চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.