উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে শনিবার সমকাল-বিএফএফ জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্স-আপ হয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং দৈনিক সমকাল’র উদ্যোগে সুহদ সমাবেশ খাগড়াছড়ির সহযোগিতায় প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম। খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধীর চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মথুরা বিকাশ ত্রিপুরা এবং শিক্ষক নেতা বিম্বিসার খীসা। সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‘মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়, রানার্স-আপ দল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ বক্তা মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়লের দলনেতা টিটিকা ত্রিপুরার পুরুস্কার তুলে দেন।
বিতর্কের বিভিন্ন পর্বে মডারেটরের ভূমিকা পালন করেন মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, জর্জদর্শন চাকমা ও সাংবাদিক মুজিবুর রহমান।
বিজয়ী দলের বিতার্কিকরা হলেন যথাক্রমে টিটিকা ত্রিপুরা, সুরাইয়া আফরোজ তানিয়া ও আবরার আল ফয়সাল।রানার্স-আপ দলের বিতার্কিকরা হলেন যথাক্রমে ফারহানা আকতার, সামিয়া ইসলাম ও চার্লি চাকমা।
এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়লে প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ রফিকুল আলম, বিবিএফ ও সমকাল’র বিতর্ক বিষয়ক সৃজনশীল আয়োজনের প্রশংসা করে বলেন, খাগড়াছড়ি পৌরশহরসহ জেলায় বির্তক র্চ্চাকে ছড়িয়ে দিতে এ বছর থেকে ধারাবাহিকভাবে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ‘পৌর বিতর্ক উৎসব’ কর্মসূচী চালুর ঘোষণা দেন।
এসময় ক্ষুদে বিতর্কিকদের প্রশ্নের জবাবে মেয়র রফিক জানান, অর্থায়ন থেকে শুরু করে একটি মফস্বলের বিতর্ক উৎসবকে সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য যতোধরনের সৃজনশীলতা প্রয়োজন সেটুকু পূরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.