রাঙামাটিতে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত চার জন আসামীসহ ২০ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ১জন, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১জন, নারী নির্যাতন মামলায় ১জন, পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামী ১জন এবং বাকী ১৬ জন জুয়াড়ী।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই জাকির হোসেন, এসআই শাহ আলম, এসআই ইউছুফ, এসআই মোকাদ্দেছ, এএসআই হাসানুজ্জামানসহ পুলিশের একটি দল প্রথমে শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে মো. বেলাল হোসেনকে গ্রেফতার করেন। এরপর আলম ডকের লেকার্স পাবলিক স্কুল সংলগ্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামী ইয়াবা ব্যবসায়ী নাছির উদ্দিন, পাবলিক হেলথ এলাকা থেকে নারী নির্যাতন আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আমিনুল ইসলাম সোহাগ এবং দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলাকারী ওয়ারেন্টভুক্ত রুবেলকে গ্রেফতার করেন।
অপরদিকে একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার একটি ক্লাবে খেলার সময় হাতেনাতে ১৬জন জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন,বশির, নোমান, রিপন বড়–য়া, শাহ আলম, দুলাল, আবছার, সামছু, আকবর আলী, কপিল উদ্দিন, বোরহান উদ্দিন, রায়হান, মনসুর আলম, মোশারফ হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও কফিল উদ্দিন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৪জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং শহরের একটি ক্লাব থেকে ১৬ জন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.