বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনসহ ৩জন নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রাওলেন ম্রো (৪০)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, গভীর রাতে পাড়ার পাশে স্থাপিত এক বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এতে যেসব ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল, সেগুলোর মিটার ও সংযোগে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৈদ্যুতিক মিটার বন্ধ করতে গেলে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। আগুন নেভাতে গিয়ে রওলেং ম্রো (৩৬) ও তার মেয়ে তুমলে ম্রো (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে পাশের বাড়ির উরকান ম্রোও (৭১) বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে রাতেই জেলা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
রাংলাই ম্রো পাড়া হেডম্যান (মৌজা প্রধান) ও সাবেক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন,ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে সেখানের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ৩জন ম্রো নারী নিহত হয়েছে।