ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা

Published: 09 Jul 2025   Wednesday   

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও এএফসি নারী এশিয়ান কাপে নিশ্চিতের কারিগর ঋতুপর্নার চাকমার মা বসুপতি চাকমাকে ক্যান্সারের চিকিৎসার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ঋতুপর্না চাকমার মায়ের হাতে এ অর্থের চেক তুলে দেন।
বুধবার বিকালের দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বে নারী ফুটবলের অন্যতম খেলোয়াড় ঋতুপর্না চাকমার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামের বাড়ীতে যান। সেখানে দুরারোগ্য ব্রেস ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্না চাকমার মা বসুপতি চাকমার শারিরীক বিষয়ে খোজ-খবর ও কথাবার্তা বলেন। পরে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার চেক হস্তান্ত করেন। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ঋতুপর্নার মা বসুপতি চাকমার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, জেলা পরিষদ ঋতুপর্না চাকমার মা মায়ের পাশে থাকবে। ইতোমধ্যে ঋতুপর্না চাকমার বাড়ীতে যাওয়ার জন্য রাস্তার কাজ শুরু হয়েছে। আশাকরি দ্রুত রাস্তার কাজ সমাপ্ত হবে এবং ঋতুপর্না চাকমা, তার পরিবার ও গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে ভালোভাবে চলাচল করতে পারবেন।
উল্লেখ্য, মিয়ানমারের ইয়াঙ্গুনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ দুই দলের বিপক্ষে জোড়া গোল করে দেশের জন্য গৌরব বয়ে এনে দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। তার এ সাফল্য যেমন দেশকে গর্বিত করেছে তেমনি নারী ফুটবলে বিশ্ব দরবারে আসন করে নিয়েছে। শুধু তাই নয় এ মাচে বাঁ পায়ে ঋতুর ট্রেডমার্ক গোলে মোহিত হয়েছে সবাই। তার এ জাদুকরী পারফরম্যান্সে আনন্দে ভাসছে বাংলাদেশ আর তার মা, আত্বীয়-স্বজনসহ পাহাড়ের মানুষ। আগামী ২০২৬ সালে মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের এ এশিয়ান কাপ। এর আগেও গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋতুর্পণার দুর্দান্ত গোলে শিরোপা লাভ করে বাংলাদেশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত