জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা

Published: 30 Jun 2025   Monday   

টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) স্থানীয়করণ এবং ত্বরানিত করার লক্ষে সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় বক্তারা বলেন, কাউকে পিছিয়ে রেখে এসজিডির বাস্তবায়ন করা সম্ভব নয়। দেশের পিছিয়ে পড়া এলাকার মধ্য অন্যতম জুরাছড়ি উপজেলা। দুর্গম এ উপজেলার লোকজন এখনো শিক্ষা, স্বাস্হ্য, যোগােযাগ,ইন্টারনেটসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত।  এসজিডি বাস্তবায়ন করতে হলে জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকাগুলোকে উন্নয়ন ঘটাতে হবে।
 উপজেলা প্রশাসন সন্মেলন কক্ষে ইউএনডিপির সহায়তায় পার্টনারশিপ ফর রিসিলিয়েন লাইভিহুডস ইন সিএইচটি(পিআরএলসি) প্রকল্পের আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইউএনডিপির কনসালটেন্ট ও সাবেক অতিরিক্ত সচিব দীপক চক্রবতী। উপজেলা নির্বাহী কর্মকর্তা  বায়োজীদ-বিন আখন্দ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্য বক্তব্য দেন ক্যাপ্টেইন মোশারফ  হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মর্কতা ডাঃ অন্যন্যা চাকমা, জুরাছড়ি থানার ওসি আলমগীর হোসেন শাহ প্রমুখ। কর্মশালায় সরকারী কর্মকর্তারা ছাড়াও স্হানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় আরো বলা হয়, জুরাছড়িতে প্রাথমিক শিক্ষায় শিশুদের ঝড়ে পড়ার হার  ১৫ শতাংশ রয়েছে।  আগামীতে এ ঝড়ে পড়া হার ৯শতাংশ কমিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত