খাগড়াছড়ির যুবদল নেতার মা পরলোক গমনে বিভিন্ন মহলের শোকবার্তা

Published: 30 Apr 2015   Thursday   

খাগড়াছড়ির জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কমল ত্রিপুরার মা পরলোক গমন করেছেন। গত মঙ্গলবার রাত ৯টায় জেলার মাটিরাঙ্গাস্থ গোমতি ইউনিয়নের নিজ বাড়িতে পরলোক গমন করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাচঁ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি র্দীঘদিন ধরে বিভিন্ন রোগে ভূগছিলেন।

 

তার মৃত্যুতে জেলা বিএনপি, জেলা যুবদল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিএনপি পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

 

জেলা বিএনপি`র সভাপতি ওয়াদুদ ভূইঁয়া, জ্যোষ্ঠ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইঁয়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার সদগতি কামনা করেন ও পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানান।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান ওয়াদুদ ভূইঁয়া টু প্রেস সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত