খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও ১৩ জন সদস্যের দায়িত্বভার গ্রহনের ৩৩ দিন পর সদস্যদের মাঝে পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহের দায়িত্ব বন্টন করা হয়েছে ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯(১৯৮৯ সনের ২০নং আইন) এবং এর সংশোধনী এর ২৭ ধারার বিধান মোতাবেক গত ২৮ এপ্রিল এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে হস্তান্তরিত বিভাগসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার্থে পরিষদ সদস্যদের আহবায়ক-এর দায়িত্ব প্রদান করা হয়েছে বলে পরিষদ সূত্র নিশ্চিত করেছে ।
দায়িত্ব প্রাপ্ত সদস্যদের বিভাগগুলো হল মোঃ জাহেদুল আলম পেয়েছেন স্বাস্থ্য বিভাগ ও প্রকৌশল অধিদপ্তর, মোঃ আব্দুল জব্বার পরিবার বিভাগ, নির্মলেন্দু চৌধুরী বাজার ফাউন্ড সংস্থা ও হার্টিকালচার বিভাগ (পার্কসহ), এ্যাডভোকেট আশুতোষ চাকমা কৃষি সম্প্রসারণ বিভাগ, সতীশ চাকমা সমাজ-সেবা বিভাগ ও সরকারী শিশু সদন, জুয়েল চাকমা ক্রীড়া বিভাগ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, মংক্যচিং চৌধুরী প্রাথমিক শিক্ষা বিভাগ, রেম্রাচাই চৌধুরী মাধ্যমিক শিক্ষা বিভাগ ও জেলা সরকারি পাবলিক লাইব্রেরী, মংসুইপ্রু চৌধুরী যুব উন্নয়ন ও পরিষদের প্রকৌশল বিভাগের দরপত্র কমিটি, খোকনেশ্বর ত্রিপুরা- জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, খগেশ্বর ত্রিপুরা প্রাণিসম্পদ বিভাগ, শতরূপা চাকমা মৎস্য বিভাগ ও রামগড় হ্যাচারী, নিগার সুলতানা স্থানীয় পর্যটন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন(বিএনডিসি) ।
এছাড়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা গত ৭ এপ্রিল সেচ্ছায় সদস্য পদ থেকে অব্যাহতির চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেওয়ার ফলে সৃষ্ট সদস্য’র শুন্যপদ নতুন সদস্য যোগদান না করা পর্যন্ত খনেশ্বর ত্রিপুরা দায়িত্ব পালন করবেন ক্ষুদ্র ও কুটির শিল্প একাডেমী ও তুলা উন্নয়ন বোর্ড ।
এদিকে, বন্টনকৃত দপ্তর সমূহের দায়িত্বপ্রাপ্ত পরিষদের সদস্যদের নিকট খাগড়াছড়ি জেলাবাসী সুষ্ঠুভাবে স্ব-স্ব দায়িত্ব পালনে প্রত্যাশা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.