স্কিন কেয়ার জগতের পরিচিত ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর শুক্রবার রাঙামাটি শহরে আউটলেটের শো-রুমের জমকালো উদ্বোধনী (গ্র্যান্ড ওপেনিং সিরেমনি) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুপুরের দিকে শহরের বিএম শফিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ২০৯ নং দোকানের আউটলেটের শো রুমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা,ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর সত্বাধিকারী ফেন্সিসহ অন্যরা। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান আউটলেটের শো রুমের ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেনীর নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর সত্বাধিকারী ফেন্সি বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যতদিন রয়েছে ততদিন গ্রাহক সেবায় সারা জীবন নিবেদিত থাকবে। আপনারা এ প্রোডাক্টস-কে ভালোবাসবেন, ভালোবেসে দিয়ে এখানে আসবেন।
জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা বলেন, মানুষ মাত্রই সৌন্দর্য্য পরিচিত। বিশেষ করে নারীরাই বেশী। তবে রুপচর্চার ক্ষেত্রে নারীরা গুনগত ক্রিম সন্ধান করে ব্যবহার করেন। এতে অনেক সময় প্রতারনার শিকার হন। তবে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস একটি আস্থার জায়গা সবাইয়ের। তিনি পাহাড়ের ভৌগলিকগত পরিবেশের অবস্থার কারণে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর কিছু পণ্য ছাড় দেওেয়ারও আহ্বান জানান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পর্যটন শহরে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস উদ্বোধন হচ্ছে জেনে আনন্দিত। উদ্বোধনের জন্য আমাকে আমন্ত্রণ করাতে তা সানন্দে গ্রহন করে উদ্বোধন করে দিয়েছি।
তিনি আরো বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর পণ্যগুলো আন্তর্জাতিকমানের। এ প্রোডাক্টসগুলো ব্যবহার করলে কেউই ঠকবেন না ও শরীরের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। রাঙামাটিতে যে এ প্রোডাক্টস এর শো রুম উদ্বোধন করা হয়েছে তার দীর্ঘজীবি হবে এবং রাঙামাটিবাসীর সর্বাত্নক সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন পরিষদ চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.