হৃদ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শোক বার্তায় মোঃ আলমগীরকে একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক আখ্যায়িত করে বলেন তার অবদান জাতি স্মরণ করবে। যাঁদের আত্নত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি তাদেরকে হারানো মানে একটি নক্ষত্রকে হারানো একই সমান। একজন মুক্তিযোদ্ধা যখন মারা যান জাতি হারায় একটি শ্রেষ্ঠ সন্তানকে।
বুধবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের সদস্য অমিত চাকমা রাজু ও স্মৃতি বিকাশ ত্রিপুরা মরহুমের শহরের রিজার্ভমুখের বাড়ীতে ছুটে যান। তার পাশে দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন ও তার আত্নার সৎগতি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি পুলক দে, সাধারণ সম্পাদক মাইকেল দাশ বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাফরসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, মহান স্বাধীনতা সংগ্রামে অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমগীরের অকাল মৃত্যুতে রাঙামাটি রিজার্ভ মূখ স্পোটিং ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় রিজার্ভমূখ স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সহ-সভাপতি শ্যামল কান্তি দেবসহ ক্লাবের সাধারন সম্পাদক ও সকল সদস্যগন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমগীর এর মৃত্যতে গবীর শোক প্রকাশ করে বলেছেন তাঁর মৃত্যুতে দেশ একজন অকুতোময় মুক্তিযোদ্ধাকে হারালো । সহজ ও সরল এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু আমাদের জন্য অপূরনীয় ক্ষতি|
শোক বার্তায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা করা হয় এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গনে মরহুমের মরদেহে ক্লাবের কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শোক বার্তায় প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদা প্রদানে রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বহশীল আচরনে ব্যর্থ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নসূযোগ সুবিধা নিশ্চিত করার দাবী জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.