সোমবার রাঙামাটিতে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নানিয়ারচরের বুড়িঘাটের বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রইফের সমাধীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
সকালের দিকে স্বাধীনতার এ বীর সন্তানের সমীতে বিজিবির মহাপরিচালকের ও রাঙামাটির বিজিবির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি। এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূইয়া, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীর শ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিউগলের করুন সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এছাড়া বীর শ্রেষ্ঠের আতœার প্রতি শান্তি,দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনর পক্ষ থেকে সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।
এদিক মহান বিজয় দিবস উপলক্ষে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধ সুধীর চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.