রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার(১০ ডিসেম্বর) দিন ব্যাপী পুষ্টি মেলার আয়োজন করা হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের পিআরএলসি-এর প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদা ) সজীব কান্তি ৰুদ্ৰ। হিল ফ্লাওয়ারের পিআরএলসি এর প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান খান , ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান , ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা পুষ্টি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধান ভূমিকা পালন করে পুষ্টি। আর সুষম পুষ্টি পেতে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে। তাই সকলকে পুষ্টিকর খাবার খেতে হবে।
বক্তারা আরো বলেন, খাবারে উন্নতমানের পুষ্টি গুণ পেতে বিভিন্ন রঙের শাক সবজি খেতে হবে। খাবারের কথা ভাবলেই আগে ভাবতে হবে পুষ্টি। আমাদের আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাবার খেতে হবে। বৈচিত্রপূর্ণ খাদ্যে বিভিন্ন পুষ্টি গুনাগুণ রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.