" আসুন! একত্রিত হই, নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা অবসান করি" শ্লোগানকে সামনে রেখে বিলাইছড়িতে লিঙ্গ - ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তার অংশ হিসেবে বিলাইছড়িতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় হিল ফ্লাওয়ার সংস্থা`র পিরআরএল এর প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, দৈনিক রাঙামাটির উপজেলা প্রতিনিধি অসীম চাকমা, দৈনিক পূর্বকোণের উপজেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা প্রমূখ।
এ সময় প্রকল্পের কর্মীবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কর্মসূচির অংশ হিসেবে নারী-পুরুষ সকলের অংশগ্রহণে এক মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
--হিলবিডি/২৪/সম্পাদনা/সিআর.