রামগড়ে দুর্গম এলাকার জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল

Published: 08 Dec 2024   Sunday   

খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলার  দুর্গম এলাকার বিভিন্ন ধরনের রোগী, গর্ভবতী মা ও কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করে আসছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।

তারই ধারাবাহিকতায় রোববার দিন ব্যাপি রামগড় উপজেলার  পাতাছড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে মোবাইল প্রজজন স্বাস্থ্য সেবা ক্যাম্প এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষুধ প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল।   রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম এলাকার প্রায় দেড় শতাধিক পাহাড়ী- বাঙ্গালীদের মাঝে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তাদের এলাকায় কোন সময় এ ধরনের মেডিকেল এর আয়োজন করা হয়নি বলে জানান, সেবা নিতে আসা রোগীরা, এজন্য বিনামূল্যে এ স্বাস্থ্য ও ঔষধ  পেয়ে খুশি তারা।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের  উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ। তিনি গর্ভবতী মা’দের ঘরে অদক্ষ ধাত্রী  দিয়ে বাড়ীতে সন্তান প্রসব না করে স্বাস্থ্য ক্লিনিকে এসে অভিজ্ঞ মিডওয়াইফ দিয়ে সন্তান প্রসব করানোর পরার্মশ দেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা চিকিৎসা কর্মকর্তা ডাঃ মো ইমরুল হাসান, লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা কর্মকর্তা ডাঃ অফিসার আদনান শাফী, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ২নং পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী নুরুল আলম, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রুপান্ত চাকমা প্রমুখ।

উক্ত মেডিকেল ক্যাম্পে পাতাছড়া বিভিন্ন এলাকার প্রায় দেড়শতাধিক সাধারন রোগীসহ  কিশোরী ও গর্ভবতী মা’ কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

মূলত বিগত বন্যায়  ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত