পৌর মাঠ সৌন্দর্য্য বর্ধনে কাজের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

Published: 03 Dec 2024   Tuesday   

রাঙামাটি পৌরসভা খোলা মাঠে ফুলের বাগান ও সৌন্দর্য্য  বর্ধনে কাজের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছেন রাঙামাটি পৌরবাসী।

পৌর সভা গেইটের সামনে ঘন্টাব্যাপী  এ মানববন্ধন কমসূচি পালন করা হয়।   মানববন্ধন চলাকালে অন্যান্যর বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ন সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসেস সভাপতি মোঃ কামাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, শ্রমিক দলের নেতা রবিউল ইসলাম, সমাজ কর্মী  ওমর ফারুখ প্রমুখ।

এসময় বক্তারা  পৌরসভার খোলা মাঠে ফুলের বাগান ও সৌন্দর্যবর্ধনের কাজের নামে সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র করছে উল্লেখ করে বলেন, এ পৌর মাঠে আমাদের প্রাণের মাঠ। পৌর এলাকার ৭নং ওয়াডে কোন মাঠ নেই। তাই এই পৌর মাঠে এলাকার ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করে থাকে। ফুলের বাগান করার নামে এই মাঠ দখল করার ষড়যন্ত্র করা হচ্ছে। পৌর প্রশাসক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে এলাকায়  বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমন নেক্কারজনক কাজে নেমেছেন।

বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করা না হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের যাওয়ার ঘোষণা দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত