বিলাইছড়িতে সেনাজোনের আয়োজনে সম্প্রীতি ভলিবল ম্যাচ

Published: 02 Dec 2024   Monday   

পার্বত্য চট্টগ্রাম চু্ক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিলাইছড়ি সেনাজোনের আয়োজনে এক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিকালে উপজেলা স্টেডিয়ামে ভলিবল খেলাটি  বিলাইছড়ি উপজেলা বনাম বিলাইছড়ি জোন এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিলাইছড়ি উপজেলা দল বিলাইছড়ি জোন দলকে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন মেজর মাজেদুর রহমান পিএসসি, সহকারী সার্কেল আবুল কাশেম, ওসি মানস বড়ুয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও রামাচরণ মারমা, উপজেলা বিএনপি`র সভাপতি এম এ সালাম ফকির প্রমূখ।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ও বিজিত দলের উভয় খেলোয়ারদের মাঝে ম্যাডেল ও ট্রপি তুলে দেন।
--হিলবিডি২৪যসম্পাদনাযসিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত