ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি জোন

Published: 02 Dec 2024   Monday   

জাতীয় পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিযোগিতায় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলকে সোমবার সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

জুরাছড়ি জোনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হক, যক্ষাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুহাম্মদ সিফাত রায় হান, ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শান্তি ময় চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ভূবনজয় সরকারী নারী কাবাডি দলকে ক্রেস, প্রশংসাপত্র ও শিক্ষা সামগ্রি প্রদান করেন।

জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ কামরুল হাসান বলেন, ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজেদের দক্ষতাই পরিচয় দেয়নি বরং দলগতভাবে দেখিয়েছে যে একতাই শক্তি। এটি শুধু একটি শিরোপা জয় নয়, এটি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রতীক। তাই এ শিরোপার অর্জন শুধু জুরাছড়ি তথা জুরাছড়ি জোনকে গর্বিত করেনি বরং পুরোদেশকে গর্বিত করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত